দীঘায় রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা কমিটি ও রাজ্য কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।

0
307

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-: সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টএর জেলা কমিটি ও রাজ্য কমিটির কর্মকর্তাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার দীঘা দেবেন্দ্রনাথ জগবন্ধু শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে,এই দিন এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সভাপতি কিশোরী মোহন মিত্র,রাজ্য সম্পাদক তপন মিশ্র,এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অম্বুজাক্ষ মিশ্র সম্পাদক অশোক পন্ডা,পদ্মনাভ মিশ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর রাজ্য কমিটির ও জেলা কমিটি সদস্য-সদস্যাগণ,এই দিন রামনগর ব্লক ওয়ান ও ব্লক টু কমিটির পক্ষ থেকে মানপত্র ও তুলে দেয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর রাজ্য সভাপতি ও সম্পাদকের হাতে,রামনগর ব্লক ওয়ান ও ক্লক সভাপতিগণ এই মানপত্র তুলে দেন তাদের হাতে,এই দিন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর আগামী দিনের কর্মসূচি গরিব ব্রাহ্মণদের ভাতা , গৃহ নির্মাণের দাবি করা হয় রাজ্য সরকারের কাছে সেই সঙ্গে দীঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের পরিচালনার দায়িত্ব যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর হাতে দেওয়া হয় তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলে জানান সংস্থার সম্পাদক তপন মিশ্র,এছাড়াও ব্রাহ্মণ সন্তানদের সংস্কৃত প্রতি মনোযোগ গড়ে তোলা সেই সঙ্গে যজন যাজন ক্রিয়াদি পর্যালোচনা করা প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর ২ ব্লকের ব্লক সভাপতি অজিত আচার্য, উমাপতি পন্ডা,এই দিন প্রায় পাঁচ শতাধিক ব্রাহ্মণও মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন।