পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রক্তের সংকট মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও সমুদ্র সৈকত দিঘা এবং দিঘা মোহনা উপকূল থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার । পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে দিঘা এবং দিঘা মোহনা উপকূল থানার পক্ষ থেকে ‘উৎসর্গ’ নামে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কারণে দিঘা ও দিঘা মোহনা উপকূল থানার পক্ষ থেকে মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন । এই অনুষ্ঠানে দিঘা ও দিঘা মোহনা উপকূল থানার স্টাফ ও ভিলেজ পুলিশ নিজেরা গান গেয়ে রক্ত দাতাদের সম্বর্ধনা জানালেন। এ দিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংহল। তিনি জানান, প্রচণ্ড গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে একফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। শুধু রক্তদান শিবিরে সীমাবদ্ধ নয়, সারাবছর আমরা নানা সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকি। অনুষ্ঠানে উপস্থিত কাঁথির এসডিপিও সোমনাথ সাহা, ডিএসপি ডিএনটি সাকিব আহমেদ, দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল ও দিঘা মোহনা উপকূল থানার ওসি অমিত দেব, রামনগর -১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।