ব্যতিক্রম এর উদ্যোগে রক্তদান কর্মসূচি।

0
238

আবদুল হাই, বাঁকুড়াঃ জীবনের সেরা দান রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তের বিকল্প যেহেতু নেই তাই মানুষের স্বেচ্ছা দানের রক্ত ছাড়া মরনাপন্ন রোগীর প্রাণ বাঁচানো কঠিন কাজ। সেই ভাবনাকে পাথেয় করেই বাঁকুড়ার ব্যতিক্রম সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাঁকুড়ার কুষকবাজারে। এই রক্তদান শিবিরে মোট ২২১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।এর মধ্যে ২৬ জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা মজুমদার,উপ পৌরপিতা হিরণ চট্টোরাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। এদিনের রক্তদান কর্মসূচিতে ১৮ বছর উত্তীর্ণ যুবক যুবতীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।