আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল শুশুনিয়া পাহাড়ের চূড়ায়।

0
272

আবদুল হাই, বাঁকুড়াঃ “স্বাস্থ্যই সম্পদ”…. এই সম্পদের অধিকারী হতে গেলে যোগব্যায়াম আবশ্যিক। সুস্থ জীবন ও সুস্থ শরীরের জন্য যোগব্যায়াম খুব গুরুত্বপূর্ণ…. এই বিষয়ে মানুষকে সচেতন করতে আজ বিশ্ব যোগ দিবসে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের সুউচ্চ চূড়ায় যোগব্যায়ামের দৃষ্টিনন্দন আসর বসিয়েছে। প্রকৃতির কোলে, সবুজের ছোঁয়ায়, মৃদুমন্দ মলয় বাতাসে এই যোগব্যায়াম সকলের নজর কেড়েছে। যোগব্যায়াম কেবল শারীরিকভাবে সুস্থ রাখে না, পাশাপাশি মানসিক এবং আধ্যাত্মিক চিন্তার উন্নতি ঘটায়। আমাদের শান্ত ও প্রাণবন্ত করে তোলে। “যোগের মাধ্যমে বিয়োগ হোক রোগ ব্যাধি।”