আম কুড়োতে গিয়ে হাতির হামলায় আহত এক মহিলা, ভর্তি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে।

0
285

মনিরুল হক, কোচবিহারঃ জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়ে হাতি চলে আসার ঘটনা নতুন নয়। গত কিছু দিন থেকেই উত্তরবঙ্গ তথা কোচবিহার জুড়ে প্রবল বৃষ্টির জেরে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর এলাকায় রাতের অন্ধকারে আচমকা জোড়া হাতি ঢুকে পরে। আর এই ঘটনার জেরে রীতিমত আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আর এবার এই দল ছুট হাতির হামলায় আহত হল এক মহিলা।
জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার ধলপলের শাল বাড়িতে হাতির হামলায় আহত এক বৃদ্ধা মহিলা। আহত মহিলার নাম জবেদা বিবি।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, রোজ দিনের মত এদিন জোবেদা বিবি সকালবেলা ঘুম থেকে উঠে তার বাড়ির সামনে রাস্তার ওপারে গাছ থেকে আম কুড়াতে গিয়ে ছিলেন। সেই সময় দূর থেকে তিনি বেড়ার ওখানে একটা দাঁতালকে দেখতে পায় তখনই পিছন থেকে আরেকটা দাতাল এসে দাঁত দিয়ে আঘাত করে এবং জোবেদা বিবি ছিটকে পড়ে যায়। এর ফলে তিনি কোমর ঘাড় বুক এবং পায়ে প্রচন্ড পরিমানে আঘাত পান। তারপর আহত মহিলার চিৎকার শুনে তৎক্ষণাৎ ছুটে যায় তার ছোট ছেলে। এবং তাকে উদ্ধার করে জোবেদা বিবিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল রেফার করে দেওয়া হয়। যদিও এখনও বিস্তারিত ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম কিছু জানানো হয়নি এবং তাকে হাসপাতালে নিয়ে শুধু এক্সরে করানো হয়।