নদীয়ার শান্তিপুরে নতুন করে নদীর পাড় ভাঙ্গন শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী এলাকার একাধিক চাষীর।

0
229

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর নতুনগ্রাম এলাকায় সোমবার সকাল থেকে নতুন করে শুরু হয় নদীর পাড় ভাঙ্গন, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে নদী তীরবর্তী এলাকার চাষীদের। সোমবার সকাল থেকে শুরু হয় এই নদীর পাড় ভাঙ্গন। নদী তীরবর্তী এলাকার চাষীদের দাবি, নদীর পাড় ভাঙ্গন শুরু হওয়ায় ইতিমধ্যে বেশ কয়েক বিঘা চাষের জমি চলে গেছে গঙ্গাবক্ষে। নদীর ভাঙ্গন আর ও যদি বারে তাহলে আরও একাধিক চাষের জমি নদীবক্ষে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, আর তাতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে চাষিরা। যদিও গত কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যে মাঝারি বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টি পাত শুরু হয় গোটা শান্তিপুরে, আর তাতেই নদীর জল বেড়ে যায় এবং জলস্রোত অনেকটাই বেড়ে যায় যার কারণে ভাঙ্গন শুরু হয়েছে বলে দাবি চাষীদের। যদিও ওই এলাকার বেশ কিছু অংশ নিয়ে নদীর পাড়ের ভাঙ্গন রোধ করার কাজ চলছে, যদিও এখনও তা সম্পূর্ণ হয়নি। এখনো পর্যন্ত যে জায়গাগুলি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে সেই জায়গাগুলিতে ভাঙ্গন শুরু হয় বলে দাবি চাষীদের। নদীর তীরবর্তী এলাকার চাষীদের দাবি অবিলম্বে প্রশাসন যেন এই ভাঙ্গন নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করে, না হলে এই ভাঙ্গন বড়োসড়ো শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে নদী তীরবর্তী এলাকার চাষীসহ বসবাসকারী মানুষদের। তবে এই ভাঙ্গনের ঘটনায় হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকারকে প্রশ্ন করলে তিনি বলেন। এটা তো খুবই চিন্তার বিষয়, শুধু ওই এলাকার চাষী নয় আমিও ওই গ্রামের বাসিন্দা। তবে বিষয়টি শীর্ষ মহলে জানানো হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার চাষীসহ বসবাসকারী মানুষের মাতা অনুসারে মাসপিটিশন করে বিধায়ক এর কাছে কাছে জানানো হবে, যাতে অতি দ্রুততার সাথে এই ভাঙ্গন রোধ করা যায়।