বন্যার পর তোর্ষা জল প্রকল্পের কাজ খতিয়ে দেখছেন পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

0
274

মনিরুল হক, কোচবিহার: কোচবিহার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে উন্নত মানের পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তোর্সা নদীর জলকে ব্যবহার করে কোচবিহার বীরেন কুন্ডু ওয়াটার প্রজেক্ট তৈরি করা হয়েছিল। যদিও ২০২২ সালে এই প্রকল্পটি পরিষেবা চালু হয়। কিন্তু তারপরেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ওই জলের পরিষেবা দিতে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল।
জানা গেছে, মুল পাইপ লাইনে নদীর জল বেড়ে যাওয়ায় সেখানে নোংরা, আবর্জনা আটকে গিয়েছিল। জলের নাব্যতা অত্যন্ত বেশি থাকার কারণে তা পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। তাই সাধারন মানুষ কিছুটা হলেও জল সমস্যার পরতে হয়েছে। বুধবার জলের নাব্যতা অনেকটাই কমে এসেছে। এদিন ওই পাইপ লাইন পরিষ্কার করে আবার জল পরিষেবা চালু করার ব্যবস্থা করল কোচবিহার পৌরসভা। এদিন নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ খতিয়ে দেখেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বন্যা পরিস্থিতির কারণেই কিছুটা সমস্যা হয়েছিল পানীয় জল পরিসেবার ক্ষেত্রে। আজ থেকে পুনরায় কিভাবে যে নিয়মে সময় ধরে পৌর এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছিল ঠিক একইভাবে করা হবে। আজকে পৌরসভার এই কাজের ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে কোচবিহারের সাধারণ বাসিন্দারা।