নন্দীগ্রাম থেকে একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দল নেতার।

0
239

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া বিধায়ক কার্যালয় থেকে নিজ বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করে ওদের সাফল্য মন্ডিত ভবিষ্যৎ কামনা করলেন সনাতনী জননেতা, এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
পূর্ব মেদিনীপুর জেলায় ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে যে নিয়োগ-প্রক্রিয়া হয়েছিল তার নথি চেয়ে পাঠানো হয়েছিল, সে সম্বন্ধে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে ২০১৭ সালের পর নন বেসিক পিটিটিআই ছাড়া নিয়োগ-প্রক্রিয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। এমনকি পরীক্ষা দেয়নি চাকরি পেয়েছেন তা অবৈধভাবে। ফেল করেছে তাঁদের টাকার বিনিময়ে চাকরি হয়েছে তা অবৈধ। তার সাথে নতুন দুর্গন্ধ আঠারো বছর বয়স হয়নি চাকরি পেয়েছেন আর দুশ জনের লিস্ট আমি বের করেছি। ১৮ বছর হয়নি ভোটার লিস্টের নাম ওঠেনি চাকরি পেয়েছেন সকলেই বাদ যাবেন। এমনটাই জানালেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।