সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে মারধর করা অভিযোগ উঠলো যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গোসাবা ব্লকের অন্তর্গত চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং মুড়ি পাড়া এলাকায়।ঘটনায় জখম হয়েছেন নিরাঞ্জন নস্কর,তপন নস্কর ও তপনের স্ত্রী মঞ্জু নস্কর।রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় একজন ফেরিওয়ালা তপন নস্কর।তিনি মাদার তৃণমূলের সমর্থক।ভ্যানে করে পাড়ায় পাড়ায় জামাকাপড় বিক্রি করেন।এদিন রাতে বাজার থেকে বাড়িতে ফিরে সবে মাত্র বারান্দায় বসেছিলেন। অভিযোগ যুব তৃণমূল আশ্রিত জনা দশেক দুষ্কৃতি লাঠি,লোহার রড নিয়ে তার বাড়িতে চড়াও হয়।তাকে বেধড়ক মারধর করে পুকুরের জলে ফেলে আবার ও মারধর করা হয় বলে অভিযোগ।সেই সময় তপন কে উদ্ধার করতে এগিয়ে যায় তার স্ত্রী মঞ্জু। অভিযোগ তাকে ও তার বৃদ্ধ শ্বশুর কে লাঠি,লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।রাতের অন্ধকারে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা দৌড়ে আসলে দুষ্কৃতিরা পালিয়ে গা ঢাকা দেয়। প্রতিবেশীরা জখম অবস্থায় তিনজন কে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে বাবা,ছেলে ও ছেলের স্ত্রী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্বের দাবী ‘এটা নিছক ওদের পারিবারিক ব্যাপার। যুব তৃণমূল কংগ্রেস কে কালিমা লিপ্ত করার জন্য ফন্দি এঁটেছে।