বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় বক্রেশ্বরের সৃজনী অডিটোরিয়ামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি আসন্ন ঈদুজ্জোহা ও রথযাত্রা উপলক্ষেও আলোচনা করা হয়। উল্লেখ্য, সম্প্রতি দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি চলছিল। সেই পরিস্থিতির আঁচ অথবা গুজবে কান দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারেও আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা্ চৌধুরী, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র,দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, জমিয়্তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান, সিউড়ি ১নং ব্লকের বিডিও শিবাশিস সরকার, দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও মীর সোহেল শাখাওয়াত সহ আরো অনেকে।