হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদিক সম্মেলন।

0
192

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৪, ২৫ এবং ২৬ জুন এই তিন দিন ধরে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক সম্মেলন করলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ কর্তৃপক্ষ। এই তিনদিন ধরে কী কী অনুষ্ঠান রয়েছে এই নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে বিধানসভার ডেপুটি স্পীকার ড. আসিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি কলেজের প্রাক্তনীরাও থাকবেন বলে জানা যায়। এছাড়াও কলেজ স্মরণিকা এবং দুটি পুস্তক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন এই কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জি। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জয়েন্ট কনভেনার অধ্যাপক তপন গোস্বামী, অধ্যাপক লালন চন্দ্র মণ্ডল,অধ্যাপক মৃণাল দাস, অধ্যাপক দেবাশিষ দাস প্রমুখ।