ইস্কুলের সৌন্দর্য কে কেন্দ্র করে উঠছে বিতর্ক।

0
174

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রশিদপুর জুনিয়র হাইস্কুল মাঠ ময়দানে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে এক বিনোদন পার্ক তৈরি করা হয় যেখানে স্কুলের বাচ্চারা খেলাধুলা করবে আনন্দ উপভোগ করবে এটাই জানার কথা। কিন্তু স্থানীয় বাসিন্দা ও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ও জনতা ভারতীয় জনতা পার্টির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস বক্তব্য রশিদপুর হাই স্কুল জুনিয়ার মাঠ ময়দানে সুন্দর্য জন্য পার্ক তৈরি করা হয় কিভাবে স্কুলের মাঠ পার্ক তৈরি করেন । জানান কিন্তু তার পাশাপাশি 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর জয়ন্তি রায় কিছুদিন হলো কালিয়াগঞ্জ পৌরসভা নতুন বোর্ডে তিনিই কাউন্সিলর হয়েছেন কাউন্সিলর হতে না হতেই তিনি রশিদপুর হাইস্কুল যে বিনোদন পার্ক টি তৈরি করা হয়েছে সেই পার্কে কোন বিজ্ঞাপন হারাই দুজন কর্মী নিয়োগ করা হয়েছে কর্মী নিয়োগ কে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্কুলের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ সমাবেশ করা হয় কারণ 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলর জয়ন্তি রায় তিনি কীভাবে বিজ্ঞপ্তি ছাড়াই দুই কর্মী নিয়োগ করলেন বিনোদন পার্কের এই নিয়েই প্রশ্ন। সেই দুই কর্মী কিন্তু তাঁরই নিকট আত্মীয়। এই ভাবেই কি নিকট আত্মীয়দের কেই তৃণমূল কংগ্রেসের চাকরি দেবেন। কলকাতায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নিকটাত্মীয়দের কে চাকরি দিতে।এখন কালিয়াগঞ্জ দেখা গেল কোন বিজ্ঞপ্তি ছাড়াই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তি রায়ের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা কিভাবে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কর্মী নিয়োগ করলেন রশিদপুর জুনিয়ার হাইস্কুল মাঠের বিনোদন পার্ক এর কর্মী হিসাবে নিয়োগ করলেন।