বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের ঐতিহ্যবাহী হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান জাঁকজমক ভাবে পালন করা হল আজ শুক্রবার। তিনদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। প্রথমে পতাকা উত্তোলন করা হয়। তারপর কলেজের প্রতিষ্ঠাতা পদ্মসুন্দরী দেবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। আজ প্রথম দিনে সকালে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রা কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি পর্যন্ত যায়। সেখান থেকে আবার হেতমপুর গ্রাম পরিক্রমা করে কলেজে ফিরে আসে। এই শোভাযাত্রায় কলেজের গভর্ণিং বডির সদস্যবৃন্দ, প্রিন্সিপাল, প্রাক্তনীরা, কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী সহ বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। পাশাপাশি রনপা, ঘোড়া নৃত্য, আদিবাসী নৃত্য সহযোগে এই শোভাযাত্রা বের হয়। তাছাড়াও এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোপাল গোবিন্দ মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল কলেজ প্রাঙ্গনে। এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জ্ঞানেন্দ্রনাথ মণ্ডল মাল্যদান করে মূর্তি উন্মোচন করেন। পাশাপাশি কলেজের অন্যান্য প্রাক্তনীরা গোপাল গোবিন্দ মজুমদারের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের মহারাজা রামরঞ্জন চক্রবর্তী হল উদ্বোধন করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তারপর তিনি আজকে প্রদীপ প্রজ্জ্বলন করে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি জানান, একটি ঐতিহ্যবাহী প্রাচীন কলেজের অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। কারন এই প্রতিষ্ঠান থেকে বহু জ্ঞানীগুণী মানুষজন পড়াশুনা করেছেন। তাই আমি আজ এখানে এসে খুবই খুসি হলাম। আমি বর্তমান ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন জানাচ্ছি।