ডেবরায় আদিবাসী সম্প্রদায়ের দাবি অনুযায়ী পঞ্চায়েত সমিতির উদ্যোগে BDO অফিসে পন্ডিত রঘুনাথ মুর্মু ও রামচাঁদ মুর্মুর মূর্তি স্থাপন।

0
484

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  অবশেষে পুরণ হতে চলেছে আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি, তৈরি হতে চলেছে পন্ডিত রঘুনাথ মুর্মু ও রামচাঁদ মুর্মুর মূর্তি, ফলে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ,
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের ডেবরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে BDO অফিস প্রাঙ্গণে তৈরি হতে চলেছে পন্ডিত রঘুনাথ মুর্মু ও রামচাঁদ মুর্মুর মূর্তি, যার শুভ উদ্বোধন করবেন জেলাশাসক আয়েশা রানি, এই সম্বন্ধে পঞ্চায়েত সমিতির সভাপতি অলক আচার্য বলেন দীর্ঘদিনের আদিবাসী ভাইদের একটি দাবি ছিল পঞ্চায়েত সমিতি নিজ উৎযোগে BDO ক্যাম্পাসের ভিতরে দুই জন বীর যোদ্ধা মূর্তি স্থাপন করতে হবে।যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী S.Tদের জন্য ৩৪৪ ব্লকের মধ্যে ১০০ টি ব্লক S.T অধ্যুষিত,তাদের ৩ লক্ষ করে টাকা দিচ্ছে মেলা ও বিভিন্ন কর্মসূচির জন্য, তাঁরই নিরিখে গত ২৫ জুন আদিবাসী অধ্যুষিত পলাশিতে ডঃ রঘুনাথ মুর্মু ,রাম চাঁদ মুর্মু অনাদের দুটি মূর্তি স্থাপন করা হবে।