কামারপাড়া মোড় থেকে রানিতলা যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন থেকেই বেহাল।

0
251

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কামারপাড়া মোড় থেকে রানিতলা যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন থেকেই বেহাল। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি । গত বছর অভিনব ভাবে স্থানীয়রা রাস্তায় ধানের চারা রোপন করে । তারপরেও রাস্তা এখনো সেই আগের মতোই রয়ে গেছে। এই রাস্তার উপরে রয়েছে বেশ কয়েকটি ইটভাটা। প্রতিদিন এই রাস্তা দিয়ে ইটভাটার ইটবোঝাই ট্রাক্টর ও লরী যাতায়াত করে । স্থানীয়দের অভিযোগ বাড়ি গাড়ি চালাতে ফলে রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছে , যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের উদ্যোগে শনিবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়া সমস্ত ভারী গাড়ি কামারপাড়া মোড়ে আটকানো হয় । পরে ইটভাটার মালিকদের কোথায় গাড়ি ছেড়ে দেওয়া হয়। একজন স্থানীয় বলেন ইটভাটা ইউনিয়নের পক্ষ থেকে এই রাস্তার মাঝে থাকা বড় গর্ত গুলি বুজিয়ে দেওয়া হবে , আর এই শর্তেই আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি ।