সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :-প্রকাশ্য দিবালোকে এক গৃহস্থের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটলো। ইতি মধ্যে গৃহস্থের মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রের খবর ক্যানিং ষ্টেশন সংলগ্ন গোয়ালাপাড়া এলাকায় বসবাস করেন দম্পতি তাপস ও লিলিমা মন্ডল এক দম্পতি। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।তাপস মন্ডল পেশায় একজন ট্রেনের হকার, তার স্ত্রীর চিকিৎসার জন্য বেশকিছু নগদ টাকা ঘরের আলমারীতে রেখেছিলেন। সেই আলমারীতে রাখাছিল সোনার গহনাও।শনিবার সকাল দশটা নাগাদ হকারি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ষ্টেশনের উদ্দেশ্যে গিয়েছিলেন। অন্যদিকে ঘরের দরজায় তালা দিয়ে কাগজ কুড়ানী ওই হকারের স্ত্রী লিলিমা মন্ডল স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন পেটের ছবি করার জন্য।
একঘন্টা পর বাড়িতে ফিরে আসেন লিলিমা।ঘরের দরজা ভাঙা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। ঘরে ঢুকতেই নজরে পড়ে আলমারী ভাঙা। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারীতে রাখা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে গিয়েছে চোরের অভিযোগ মন্ডল দম্পতি। ‘
লিলিমা তার স্বামীকে ফোন করে ঘটনার কথা জানায়।পাশাপাশি নিজের চিকিৎসা খরচ কিভাবে যোগাবেন সেই চিন্তায় কান্নায় ভেঙে পড়েন।ইতি মধ্যে ওই হকার দম্পতি ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও কাউকে আটক কিংবা গ্রেফার করতে পারেনি পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা গৃহস্থের বাড়িতে লক্ষাধিক টাকার সোনার গহণা সহ নগদ টাকা চুরি, থানায় অভিযোগ...