তৃৃনমূলের কর্মী সম্মেলনে সাংসদ শতাব্দী রায়।

0
228

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলকে চাঙ্গা করতে ও কর্মীদের মনোবল বাড়াতে আজ শনিবার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের হজরতপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে হজরতপুর পঞ্চায়েতের ১৪ টি বুথের প্রতিটি বুথ থেকে ৬০ জন করে পুরুষ ও ৪০ জন করে মহিলা তৃনমূল কর্মীদের নিয়ে হজরতপুর হাটতলা মাঠে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আজকের এই কর্মিসভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বীরভূম জেলা তৃনমূলের সাধারণ সম্পাদক সূদীপ্ত ঘোষ, জেলা যুব তৃনমূলের সভাপতি দেবব্রত সাহা,জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পান্ডে, খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী সহ আরও অনেকে। শতাব্দী রায় জানান, নির্বাচনের মিছিলে ৪ হাজার লোক হাঁটেন। কিন্তু ভোট দেওয়ার সময় ২০০ লোক থাকে। তাহলে যাঁরা মিছিলে আসে তাঁরা বেইমানি করে। আর যাঁরা এসে বলে আমরা তৃণমূল করি তাঁরা তৃণমূল করেই না।