দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি।

0
226

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দূষণের মারণ রোগে আক্রান্ত আমাদের বিশ্বপ্রকৃতি। এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ। মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ। যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে।
সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত এবং সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। কারন আমরা জানি একটি গাছ একটি প্রাণ। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের জল ট্যাঙ্কির পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হল। এদিন ২৫ টি চারা গাছ রোপণ করা হল। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে সহ পৌরসভার অন্যান্য কর্মীরা। এদিন পীযূষ পাণ্ডে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একমাস ধরে চলছে বৃক্ষ রোপণ কর্মসূচি। তাই আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আজ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলাম। আমরা আগেও রাস্তার ধারে গাছ লাগিয়েছিলাম। সেগুলো ৮০ শতাংশ হয়ে গিয়েছে এবং বাকী নস্ট হয়ে গেছে। পাশা আমরা প্লাস্টিক নিয়েও মানুষকে সচেতন করছি।