দুর্ঘটনা রুখতে আবারো তৎপর ইন্দাস পুলিশ প্রশাসন।

0
255

আবদুল হাই, বাঁকুড়াঃ পথ দুর্ঘটনা রুখতে ইন্দস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষদের বিভিন্ন রকম ভাবে সচেতন করা হচ্ছে প্রতিনিয়ত, আজ আবারো তৎপরতার সঙ্গে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেলো বাঁকুড়া জেলার ইন্দাস পুলিশ প্রশাসনকে,
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোঁয়াইচন্ডী গ্রামে অনুষ্ঠিত হচ্ছে অম্বুবাচী পুজো, আর এই পূজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও পূজো উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্তের ভিড় দেখা যায় ওই এলাকায়, পুণ্য লাভের আশায় বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় করেন পুজো দিতে, এই পুজোতে যোগ দিতে আসা বেশ কিছু বে পরোয়া যুবক এবং কিছু অসাধু গাড়ি ব্যবসায়ী কিছু বেশি অর্থের লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করেন, এর ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যাত্রীদের, দুর্ঘটনা রুখতে ইন্দাস থানার উদ্যোগে আকুই ফাঁড়ির পক্ষ থেকে,ইন্দাস থানার ও আউটপোষ্টএর বিশাল পুলিশ বাইনি
, বিশেষ নজরদারি চালানো হলো, যে সমস্ত বাইক চালক বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তাদের সতর্ক করা হলো ,একই সঙ্গে যে সমস্ত ট্রাক্টর বা অন্যান্য যানবাহন অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করছে তাদের ও বিশেষ সচেতন করা হয় ।