রাতের অন্ধকারে গড়বেতার গনগনিতে কাঠের পোলের অস্থায়ী ক্যাম্প ভাংচুরের অভিযোগ,চাঞ্চল্য।

0
274

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গনগনিতে শিলাবতী নদীর ওপরে কাঠের পোল তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের সুবিধার্থে,আর পোল দেখাশোনার জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে ক্যাম্প, অভিযোগ শুক্রবার রাতে বেশ কিছু দুষ্কৃতী ভাঙচুর চালায়, অভিযোগের আগেও এরকম ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই ওই দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানান তারা, প্রসঙ্গত গত কয়েক মাস আগে অতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলাপতির নদীতে জল বেড়ে যাওয়ায় জলের তরে ভেঙে গিয়েছিল ওই কাঠের পোলটি, এরপর স্থানীয় বেশ কিছু ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছে কাঠের পোল।