শনিবার বিকেল থেকে ফালাকাটার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষুলধারে বৃষ্টি।

0
346

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সারাদিন ভালোই ছিল। দুপুরের পর বাধ সাধল আবহাওয়া। শনিবার বিকেল থেকে ফালাকাটার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষুলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুষুলধারে বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট, বাজার প্রায় জনমানব শূন‍্য হয়ে পড়ে। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বরে শনিবার সাপ্তাহিক হাট বসে এবং মানুষ সারা সপ্তাহের প্রয়োজনীয় জিনিস পত্র সাপ্তাহিক হাট থেকে ক্রয় করে আর এই বৃষ্টি ফলে হাটে ক্রেতারা দেখা নেই বললেই চলে। হাট ব‍্যবসায়ীরা সমস‍্যায় পড়ছেন এই মুষুলধারে বৃষ্টিপাতের ফলে।