জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- স্পেশাল অপারেশন গ্রুপ এবং কতোওয়ালি থানার যৌথ অভিযানে তিন ত্রিপুরা নিবাসী আটক, উদ্ধার বিপুল পরিমান গাঁজা সহ গাড়ি।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং কোতওয়ালি থানার করা এক অভিযানে একটি নকল নম্বর পেল্ট লাগানো বেলোর গাড়ি থেকে উদ্ধার করা হয় ১০৮ কেজি গাঁজা,
জেলা পুলিশ সুপার এক বার্তায় জানিয়েছেন,
আটক গাড়িটিতে তিন ব্যাক্তি ছিলো, রেশমা দেবনাথ, উত্তম দাস এবং তপন পাল, এরা সবাই ত্রিপুরা রাজ্যের বসিন্ধা, আটক গাড়ি থেকে বিপুল পরিমান গাঁজা পাওয়া যাওয়ায় ধৃত দের বিরুদ্ধে এন ডি পি এস, আইনের ধারায় মামলা রজু করে, তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে আইন অনুযায়ী ঘটনাস্থলে আসেন, জেলার ডেপুটি মেজিস্ট্রেট জয়ন্ত রায়, তিনি জানান, পুলিশ মারফত খবর পেয়ে এখানে আসি, এবং এই গাড়ি থেকে কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে দেখা যাচ্ছে উদ্ধার হওয়া বস্তুটি গাঁজা,এবং যা গাড়িটি এই গাঁজা পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিলো তার নম্বর টি ও ভুয়ো।