নিজস্ব সংবাদদাতা, মালদা : ঋষি বঙ্কিম চন্দ্রের ১৮৪ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা।
রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ মালদা শহরের মকদমর এলাকায় ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার প্রাঙ্গণে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বন্দেমাতরাম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
তিনি বলেন, একসময় মালদার ডেপুটি কালেক্টর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে বসেই তিনি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছিলেন। মকদমপুর এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন তিনি।
এদিন তার জন্মদিন পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয় ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী,উদয় চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক,ইসি মেম্বার কৌশিক ঘোষ, বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিবেকানন্দ দাস, সম্পাদক রাজেশ ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা।