একুশে জুলাই এর সমাবেশকে সফল করতে মহামিছিল জনস্রোতে ভাসলো গঙ্গাজলঘাটী।

0
182

আবদুল হাই, বাঁকুড়াঃ হাতে মাত্র আর কয়েকটা দিন, তার পরেই একুশে জুলাই। তৃণমূল কংগ্রেস বরাবরই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে রাজপথের ধর্মতলায়।করোনা আবহের কারণে গত দু’বছর যাবৎ ভার্চুয়ালি ভাবেই এই দিনটি পালন করে আসছে ঘাসফুল শিবির। তবে এবার শহীদ সমাবেশ থেকেই আনান্য বারের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। আর সেই অনুযায়ী রাজ্যজুড়ে প্রস্তুতি মিটিংয়ে জোর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে সকলেই।সেই মতো রবিবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই এর সমর্থনে দেখা গেল এক মহামিছিল। ব্লকের বিভিন্ন আঞ্চল থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকের জনস্রোতে ভেসে ওঠে গঙ্গাজলঘাটি সড়ক। এদিন সকাল নাগাদ মিছিলটি শুরু হয় দেশুড়িয়া মোড় থেকে এবং গঙ্গাজলঘাটি বাজার পরিক্রমা করে মিছিলের ইতিটানা হয়।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস, উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটী ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যবর্গ, জেলা তৃণমূলের নেতৃত্ব, বড়জোড়া বিধানসভার বিধায়ক সহ ঘাসফুল শিবিরের একাধিক তৃণমূল নেতৃত্ব।