নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- জাতীয় সরকের পাশের নয়ানজুলিতে মিললো ক্ষতবিক্ষত দেহ । ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার ঘোষানীমোড়ের পাশের নয়ানজুলিতে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই জনৈক ব্যক্তির নাম গঙ্গা ঘোষ, বয়স আনুমানিক ৩৮বছর । সে কখনও হোটেলে তো কখনও গাড়িতে দিনমজুরের কাজ করতো। তার বাড়িতে নাবালক দুই ছেলে সহ তার স্ত্রী ও বিধবা মা রয়েছে ।
ভাই কর্মসুত্রে ভিন রাজ্যে রয়েছে ।
মৃত ব্যক্তির পরিবার সুত্রে জানা গেছে, সে গতকাল সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় তার কোন বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে । এরপরে দুপুর নাগাদ তার বাড়ির সকলেই তার বোনের বাড়িতে মনসা গান শুনতে যায় ।
ওই মৃত ব্যক্তির কাছে ফোন না থাকায় রাতে আর ওই ব্যক্তির পরিবারের কেউই বাড়ি ফিরেছে কিনা সেই খোঁজ করেনি ।
আজ দুপুর নাগাদ গ্রামবাসীদের কাছেই শুনতে পাই যে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে বাড়ি থেকে ২০০ মিটার দূরে ।
ওর মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিয়েছে । তার শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে, তাছাড়াও তার হাতে গরম জল বা এসিড জাতীয় কিছু ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার মায়ের ।
এদিকে বৈষ্ণবনগরের বিজেপি নেতা জগাই ঘোষ বর্তমান শাসক দল ও প্রশাসনকে তুলোধুনো করেন । তিনি বলেন, বর্তমান শাসক দলের আমলে প্রশাসনিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে । আমাদের এলাকায় আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে ।