প্রকাশ করা হলো মহিষাদলের প্রাচীনতম রথের গাইড ম্যাপ।

0
595

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শতাব্দী প্রাচীন মহিষাদলের রথ। পুরি ও মাহেশের পরেই এই রথের নাম শোনা যায়। করোনার দু’বছর পর চলতি বছরে ফের টানা হবে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথ। রবিবার প্রকাশ করা হলো মহিষাদলের রথের গাইড ম্যাপ। এই দিন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভা গৃহ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রথ পরিচালন কমিটির সভাপতি ও মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদলের ওসি প্রলয় কুমার চন্দ্র সহ অন্যান্যরা। নিরাপত্তার কথা মাথায় রেখে এই বছর ৫০০০ পুলিশ মোতায়েন করা হবে, এক কথায় বলা যায় মহিষাদলের শতাব্দীপ্রাচীন রথযাত্রায় থাকবে পুলিশি কড়া নিরাপত্তা।