১লা জুলাই থেকে প্লাস্টিক বর্জন, তার আগেই সরানো হবে ক্রাসারা মেশিন।

0
226

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শহর কে প্লাস্টিক মুক্ত করার ডাক দেওয়ার পাশাপাশি এই উপলক্ষে বিভিন্ন সচেতনতা মূলক পদক্ষেপ ও গ্রহণ করা হয়েছে,
তবে জলপাইগুড়ি পৌরসভার অফিসে থাকা বোতল ক্রাসার মেশিন গুলো বিকল হয়ে পরে আছে, বিষয়টি চেয়ারপার্সোনের গোচরে আনতেই তিনি বলেন, খুব শীঘ্রই এই মেশিন গুলো মেরামত করে কাজে লাগানো হবে। একটি বেসরকারি সংস্থা আমাদের কে এই মেশিনটি দিয়েছে , কেনো কারণ বসত এই মেশিনটি খারাপ হয়ে গেছে, আমরা দ্রুত এই মেশিনটি ঠিক করে ব্যাবহার করা হবে। এই মেশিন টি জলপাইগুড়ি শহর বাসির উন্নয়নে ব্যবহার করা হবে ।