মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া বাজারে শেখপাড়া টোটো ইনিয়ান ও ইচ্ছা ডানা নামক একটি সংস্থার সহযোগিতায় ৪০০ জন দুঃস্থ শ্রেনীর মানুষের জন্য বিনিপয়সায় বাজারের আয়োজন করা হয়। এবং এর সাথে কিছু গরীব দুস্থ মানুষকে চাল ডাল ও সয়াবিন বড়ি তুলে দেয়া হয়। এই বিনা পয়সায় বাজার পেয়ে এলাকাবাসী খুব খুশি বলে জানিয়েছে।