বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ থেকে রাজ্যে খুলে গেল সমস্ত স্কুল। গত শনিবারই দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি। গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও গরম বাড়তে থাকে তার জন্য আরও ১১ দিন বেশি ছুটি দেওয়া হয়েছিল। তাই আজ থেকে আবার স্কুল খোলায় খুশি পড়ুয়ারা। যদিও বা কোভিড প্রোটোকল মেনেই স্কুল খোলা হল। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। আজ সোমবার এই বিদ্যালয়ের ছাত্ররা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক লাগিয়ে শ্রেণি কক্ষে পড়াশোনা করছে। এতদিন পর স্কুল খোলায় খুশি ছাত্ররা। শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ জানান, আমরা দু’দিন আগে থেকেই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করানো, স্যানিটাইজ করা ইত্যাদি কাজ করেছি। পাশাপাশি আজ ছাত্রদের প্রেয়ার গ্রাউণ্ডে বলে দেওয়া হল মাস্ক লাগিয়ে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিফিন ভাগাভাগি করে না খাওয়া। তাছাড়াও এর আগে ছাত্রদের হোয়াটস্এপ গ্রুপে কোভিডের নিয়মাবলী গুলো পাঠানো হয়েছে।