দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলার আবাস যোজনার বাড়ির কাজ চলছে জোরকদমে। তাই বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়ায়ও শুরু হয়েছে বাড়ি তৈরির কাজ। এই ওয়ার্ডেরই বাসিন্দা দশরথ বাউরীর বাড়ীর ভীত কাটছিলেন দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর নইমী পাড়ার বাসিন্দা ফটিক খান এবং তাঁর জামাই সেখ হবিবুল্লাহ। কিন্তু আজ দুপুর দেড়টা নাগাদ ভীত কাটতে গিয়ে অসাবধানতাবশত পাশের একটি দেওয়াল ফটিক খানের ওপর পড়ে যায়। তড়িঘড়ি তাঁর জামাই ঐ দেওয়ালের অংশগুলো সরিয়ে তাঁকে উদ্ধার করেন। তারপর দুবরাজপুর গ্রামীন হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই ফটিক খানের মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।