নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- খাদ্যের ভেজাল ও গুণগতমান পরীক্ষার জন্য এখন আর নমুনা কলকাতা বা দূরবর্তী কোনো পরীক্ষাগারে পাঠানোর প্রয়োজন নেই। খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে নদীয়া জেলায় এবার থেকে ঘুরে বেড়াবে ভ্রাম্যমান খাদ্য পরীক্ষা কেন্দ্র। সেইমতো সোমবার সকালে অত্যাধুনিক প্রযুক্তির খাদ্য পরীক্ষার গাড়িটি রানাঘাটের বিভিন্ন বাজারে সচেতনতা প্রচার চালায়। গাড়িটিতে রয়েছে বিশেষ প্রযুক্তির পরীক্ষাগার। মূলত কোন খাবারের গুণগত মান কেমন, খাবারে ভেজাল আছে কিনা, প্রভৃতি বিষয়গুলি মুহূর্তের মধ্যে এই গাড়িতে পরীক্ষা করে জানা সম্ভব হবে। জানা গেছে, কিছুদিন আগেই কৃষ্ণনগরে গাড়িটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তারপর আজই প্রথম গাড়িটি রানাঘাটে আসে। এ ব্যাপারে রানাঘাট মহাকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক ডক্টর অপরাজিতা মজুমদার কি বললেন শুনুন।।