পরেশের তৃনমূলে যোগ দেওয়ার শর্ত কি ছিল, জানালেন শুভেন্দু।

0
287

মনিরুল হক, কোচবিহারঃ মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে কোচবিহারে শুভেন্দু অধিকারীর মহামিছিল ও পথসভা। সেই পথ সভায় এসে সুনীতি রোড ঘাসবাজার সংলগ্ন এলাকায় তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি এসএসসি দুর্নীতিতে রাজ্যের ২৭৯ জন শিক্ষকের চাকরি গিয়েছে। তাঁদের মধ্যে ৩২ জন কোচবিহারের। সেই কথা তুলে ধরতে গিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী পরেশ অধিকারী সিবিআইয়ের দপ্তরে যাওয়ার আগে বর্ধমানে ট্রেন থেকে ভ্যানিস হয়ে যান বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে কটাক্ষ করে বলেন, মেখলিগঞ্জের বিধায়ক সকন্যায় বর্ধমান থেকে ট্রেন থেকে হাওয়া। পরেশবাবু যখন তৃনমূলে যোগদান করেছেন। তিনি তখন তিনটি শর্ত রাখেন। এক তাকে চ্যাংড়াবান্ধ্যা পর্ষদের চেয়ারম্যান করতে হবে, দুই লোকসভায় তাকে প্রার্থী করতে হবে। তিনি ভেবে ছিল পঞ্চায়েত ভোটের মত ভোট লুট করে জিতে যাবে। কিন্তু সে হেরে গিয়েছে। আর তিন মেয়েটার কি হবে।ওর পরিবারের ২১ জনের নামে চাকরি নিয়েছে। ধন্যবাদ জানাব ববিতাকে যিনি কোর্টে গিয়ে নরিয়ে দিয়েছেন। তারপর পরেশের মেয়ের ভুয়ো চাকরিটা চলে যায়, হাই কোর্টের নির্দেশে তার সমস্ত বেতনের টাকা ফেরত দিয়ে হয়েছে। শুধু পরেশ অধিকারীর মেয়ে এত হিম শরীরের চূড়া মাত্র। এখানে তৃনমূলের অনেকে নেতা প্রাইমারিতে চাকরি দিয়েছিলেন তাঁদের চাকরি যাবে নিশ্চিত থাকেন।