সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- ঝাড়ের মধ্যে বাঁশ কাটতে গিয়ে গুরুতর জখম হলেন এক দীনমজুর।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের নিকারীঘাটা গ্রামে। গুরুতর জখম হয়েছে দীনমজুর তাপস মন্ডল। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে দীনমজুরের কাজ করে সংসার নির্বাহ করেন তাপস মন্ডল। এদিন এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন দীনমজুরের কাজ করতে।দুপুর নাগাদ প্রতিবেশীর বাড়ির একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটছিলেন।আচমকা সেই বাঁশ ওই দীনমজুরের মুখে আঘাত করলে রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়ে। চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন।এক সময় অচৈতন্য হয়ে পড়ে থাকেন বাঁশবাগানে। পরে প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে ওই দীনমজুর কে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন তাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
ওই মজুরের স্ত্রী চঞ্চলা মন্ডল জানিয়েছেন ’অন্যান্য দিনের মতো প্রতিবেশীর বাড়িতে কাজে গিয়েছিলো। বাঁশ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটে।স্বামীর চিকিৎসা কি ভাবে করাবো ভেবে উঠতে পারছিনা।