সুদীপ সেন, বাঁকুড়া:- তীব্র দাব দাহের কারণে ছাত্র, ছাত্রীদের কথা মাথায় রেখে গ্রীষ্ম কালীন ছুটি ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। এখনো বর্ষা ঢোকেনি , দাব দাহ এখনো রয়েছে। সেরকম নেই করোনার আতঙ্ক।
তাই সবদিক বিচার বিবেচনা করে ২৭ শে জুন থেকে প্রাথমিক সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু হলো ।
বিদ্যালয় খোলার প্রথম দিনেই বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী কৃপাময়ী হাই স্কুল এবং গার্লস হাই স্কুলে দেখা গেলো ছাত্র ছাত্রীদের স্কুলে আসার গভীর উৎসাহ।
বিদ্যালয় খুলেই দু, এক দিনের মধ্যেই শুরু হচ্ছে বিভিন্ন শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়ণ।
স্কুল খোলার আনন্দ ছাত্র ছাত্রীদের মধ্যে থাকলেও ,স্কুল খুলেই পরীক্ষা সেই বিষয়ে একটু টেনশনে তারা।
তবে রাজ্য সরকারের সমস্ত করোনা বিধি মেনে দূরত্ব বজায় রেখে শ্রেণী কক্ষে সমস্ত ছাত্র, ছাত্রীদের বসানো হয়।
মাস্ক পরার জন্য সকলকে বলা হয়।
যদিও দুটি বিদ্যালয়েই অধিকাংশ ছাত্র ছাত্রী এই বিষয়ে যথেষ্ট সচেতন।