নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বেহাল রাস্তা বাড়ছে দুর্ঘটনার পরিমাণ রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েছেন গ্রামবাসীরা । এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের বড়চাতরা গ্রামের । স্থানীয় বাসিন্দাদের দাবি , প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পরেছে বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু সমস্যার সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি তারা । এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ । বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের । বর্ষাকালে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হতে হয় । বর্ষার সময় এম্বুলেন্সকে যাতায়াতের ক্ষেত্রে তীব্র সমস্যার সম্মুখীন হতে হয় । এই পরিস্থিতিতে গ্রামবাসীদের দাবি বারবার তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি । এখন তাদের একটাই দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করুক প্রশাসন । তাহলে তাদের ভীষণ উপকৃত হয় ।
এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় জানান , পঞ্চায়েত সমিতির ফান্ড অত্যন্ত কম তাই আমাদের পক্ষে এই রাস্তা করা সম্ভব নয় । আমরা জেলাতে অ্যাকশন প্ল্যানে ধরিয়েছি দ্রুত রাস্তাটি করা হবে বলে জানান তিনি । তবে এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি রয়েছে তা মানতে নারাজ প্রণব রায় ।