লোহার রড সহ ভারী বস্তু দিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশী বেশকিছু যুবকদের বিরুদ্ধে।

0
354

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লোহার রড সহ ভারী বস্তু দিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশী বেশকিছু যুবকদের বিরুদ্ধে, গুরুতর আহত অবস্থায় তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সোমবার শান্তিপুর থানার দ্বারস্থ আক্রান্ত যুবক। ঘটনাটি নদীয়া শান্তিপুর থানা এলাকার বাঘাযতীন পাড়া এলাকায়। ওই এলাকার যুবক গোবিন্দ ঘোষের অভিযোগ গত ২৩ তারিখ রাতে প্রতিবেশী বেশ কিছু যুবক তার বাড়িতে চড়াও হয়, এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। গোবিন্দ ঘোষ প্রতিবাদ করতে গেলে তাকে তাড়া করে নিয়ে যায় ওই যুবকেরা, এরপর একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গোবিন্দ ঘোষ জোরপূর্বক যেতে না চাইলে রাস্তাতেই লোহার রড সহ একাধিক ভারী বস্তু দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে যুবক গোবিন্দ ঘোষ, পরিবারের লোকজন ওই রাতেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। গত ২৩ তারিখ রাত থেকে ২৭ তারিখ সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন আক্রান্ত যুবক গোবিন্দ ঘোষ। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয়, এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও একাধিক আঘাতের কারণে ওই যুবকের শরীরের একাধিক অংশে গুরুতর চোট লাগে, এছাড়াও মাথা ফেটে যায়। অভিযোগকারী যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।