নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গতকাল রাত ও মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের পাঁচ মোড় সহ তার আশপাশের একাধিক এলাকা। হ্যামিল্টনগঞ্জ বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন যাওয়ার প্রধান সড়কে চলে আসে জল। প্রতিবছরই একই সমস্যার মুখোমুখি হন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছরেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা। সড়কের ধারে থাকা বাড়ি ও দোকান গুলোতেও জল ঢুকে পড়ে।’ বাসিন্দারা জানান, ‘বৃষ্টির জল ঘরে ঢুকে যাওয়ায় রান্নাও করতে পারিনা। খালি পেটেই দিন কাটে আমাদের। বছরের পর বছর ধরে একই সমস্যা। তবে সমাধানের কোনো উদ্যোগ এখনও নেওয়া হয়নি।’ মঙ্গলবার পরিদর্শনে আসেন কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা। তাকে সমানে পেয়ে নিজেদের অভিযোগে গুলো তার সামনে তুলে ধরেন এলাকাবাসী। এ বিষয়ে বিধায়ক বিশাল লামা জানান, ‘এখানের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, তা আমি শুনেছি এবং এই সমস্যা সমাধানে বিধায়ক ফান্ড থেকে এলাকায় নর্দমা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। যার ফলে এই এলাকায় জলমগ্নতার সমস্যার সমধান হবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার গতকাল রাত ও মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আলিপুরদুয়ারের...