নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ চাপ বাড়ল বিজেপির। যে ঘটনাকে হত্যার অভিযোগ তুলে গতকাল রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন মোবাবাতি মিছিল পুলিশকে হুশিয়ারি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। সেই ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট বের হতেই চাপ বাড়ল বিজেপির। জেলা পুলিশ সুপার জানান, এই ঘটনা আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্টে তাই উল্লেখ রয়েছে। তবে কি কারনে এই আত্মহত্যা তা জানার চেষ্টা করছে কোতুলপুর থানার পুলিশ। সোমবার সকালে কোতুলপুর থানার কোটালদিঘী ঢকপাড়ার বাসিন্দা সহদেব খাঁ এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের অদূরে পাথরচটী এলাকায়। কোতুলপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এরপরে এই ঘটনাকে নিয়ে আসরে নামে বাঁকুড়া বিজেপি নেতৃত্ব। সহদেব খা বিজেপির সক্রিয় কর্মী তাঁকে তৃনমূল খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে এই অভিযোগ তুলে সোশ্যল মিডিয়াতে সরব হয় বিজেপি নেতৃত্ব। সোমবার বিকেল থেকে রাত পর্য্যন্ত দলের কর্মীকে তৃনমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিজেপি বিধায়ক ও বিজেপি জেলা নেতৃত্ব। এই আন্দোলনের মধ্য থেকে এই ঘটনায় দোষীদের গ্রেফতার না করা হলে বাঁকুড়া স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারি দেয় বিজেপি জেলা সভাপতি। ফের বিষ্ণুপুরের রাস্তায় মোমবাতি নিয়ে রাস্তায় নেমে দোষীদের গ্রেফতারের দাবি তুলে বিজেপি নেতৃত্ব। যদিও এই বিষয়ে পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। মৃতের পরিবার এই ঘটনাকে নিয়ে রাজনীতিও চান না। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেয় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, ময়নাতদন্তের রিপোর্ট এই ঘটনা সুইসাইড। কি কারনে সুইসাইড করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে সুইসাইড এই খবর পেতে চাপ বাড়ল বিজেপির।