জেলার ফেরিঘাট গুলির যাত্রী সুরক্ষা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো মালদহ জেলা প্রশাসনিক ভবনে।

0
233

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- জেলার ফেরিঘাট গুলির যাত্রী সুরক্ষা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো মালদহ জেলা প্রশাসনিক ভবনে। বর্ষার মরসুমে জেলার নদী গুলির জলস্তর বেড়ে যায়। এমন পরিস্থিতিতে যাত্রীদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন। জেলার ফেরিঘাট গুলির নৌকা চলাচল কি কি ব্যবস্থা রয়েছে কোথায় কি খামটি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই মূলত এদিনের এই বৈঠক। মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নিতীন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মৃদুল হালদার, সহজ জেলা প্রশাসনের অন্যান্য কর্তা আধিকারিকরা। এদিনের এই বৈঠকের জেলার সমস্ত ফেরিঘাটের মালিকদের ডাকা হয়। ফেরিঘাটের মালিকেরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের সমস্যা গুলির মধ্যে মূল সমস্যা রয়েছে অধিকাংশ ফেরিঘাটে লাইটের ব্যবস্থা নেই, রাস্তার সমস্যা রয়েছে। এছাড়াও ভাড়া বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও বর্তমানে ফেরিঘাটের ভাড়া বৃদ্ধিতে নারাজ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষার মৌসুমে সমস্ত ফেরিঘাটে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত ফেরি ঘাটে ফেরি মালিকদের হাতে লাইভ জ্যাকেট তুলে দেওয়ার কথা জানান জেলাশাসক নিতীন সিংঘানিয়া।