দু বছর রথ না টানার ফলে রথের রং ফিকে হয়ে যাওয়ায় পুনরায় নতুন করে রথের রং করা এবং মেরামতের কাজ চলছে পুরোদমে।

0
398

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  দেখতে দেখতে দীর্ঘ 11 বছর পার হতে চলল সারেঙ্গা পালপাড়ার রথ। গত দু’বছর করোনার চলাকালীন রথের দড়িতে হাত পড়েনি এবছর প্রশাসনের নির্দেশে মেনে রথ টানা হবে এমনই জানালেন সারেঙ্গা পালপাড়া রথ কমিটির উদ্যোক্তারা। দু’বছর ধরে পড়ে থাকা রথ পুনরায় রং করা এবং মেরামত করার কাজ চলছে পুরোদমে। সারেঙ্গা পালপাড়া থেকে রথ হিরাপুর কামারপাড়া পর্যন্ত যায় এমন জানালেন কমিটির সদস্য। এবছর করোনা না থাকায় রথে প্রচুর ভিড় হবে এমনই আশা প্রকাশ করলেন কমিটি সদস্যরা। এই রথ এর বিশেষত্ব হলো 2011 সালে সারেঙ্গা গঙ্গা দিয়ে প্রথমে ভেসে আসে জগন্নাথ মূর্তি পরে সুভদ্রা এবং আবার কিছুদিন পর বলরাম এর মূর্তি। নদীতে ভেসে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তিনটি মূর্তি একত্রিত করে রথ টানার ব্যবস্থা করলেন পালপাড়া গ্রামবাসীরা । সেই 2011 সাল থেকে এখনো একই নীতিতে চলে আসছে রথ টানার। মাঝে দু’বছর করোনার জন্য রথ না টানার ফলে রথটিকে মেরামত করতে ব্যবস্থা গ্রহণ করেন পূজা কমিটি। এমনই রথ সারাইয়ের দৃশ্য ধরা পড়লো আমাদের সব খবরের ক্যামেরায়।