নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হবিবপুর ব্লকের আইহো অঞ্চলে চেঁচাইচন্ডী,দমদমা,উপরকেন্দুয়া সহ বিভিন্ন এলাকার আদিবাসী মহিলা ধানকাটা ও ধান রোপন করার কাজের মহিলা শ্রমিকরা আজ আইহো অঞ্চল সহ ঋষিপুর অঞ্চল ও শ্রীরামপুর মিছিল করে পরিক্রমা করে তাদের দাবি মজুরির বৃদ্ধির। তাদের দাবি ধান কাটার জন্য তাদেরকে আগের বেতন ছিলো ১৫০ টাকা দিন দেওয়া হতো , কিন্তু দ্রব্যমূল্য সহ গাড়ি ভাড়া বৃদ্ধির সহ বিভিন্ন সামগ্রীক জিনিসের দাম বেরে যাওয়ায়, কারণে তাদের দিন মজুরি বারিয়ে ২০০টাকা দিতে হবে এই দাবি জানিয়ে। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে আইহো থেকে একটি মিছিল বের করে দাবি জানিয়ে এলাকা প্ররিক্রমা করে।