পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্পিকার কিছুই জানেন না, কিছু খবরই রাখেন না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটুকুই জানেন যেটুকু ওনাকে বলে দেবেন তার বাইরে কিছু জানেন না । ঠিক এভাবেই কৃষ্ণ কল্যাণীর দল পরিবর্তনে স্পিকারের না জানা প্রসঙ্গে মেদিনীপুরে দাঁড়িয়ে বক্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের । উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ত্রিপুরার উপ নির্বাচনের ফল দেখুন, রজ্যে পৌরসভার উপনির্বাচন কিরকম হয়েছে সেটা সবাই জানে ।
উল্লেখ্য মেদিনীপুর খড়গপুরের সংযোগকারী বীরেন্দ্র শাসমল সেতুর পাশে বিকল্প সেতু তৈরির দাবি নিয়ে বুধবার একটি পদযাত্রা হয়ে গেল মাতকাতপুর থেকে ওই সেতু পর্যন্ত । উল্লেখ্য গত কয়েকদিন আগেই ওই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন । সেতুর অবস্থা খুব একটা ভালো নয় তাই সেতুর উপর দিয়ে 10 টনের বেশি মাল নিয়ে যাতায়াতকারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে । নতুন আরো একটি সেতুর দাবি জানিয়েই এই মিছিল বলে জানানো হয়েছে । মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্য সরকার কোন NOC দিচ্ছে না তাই সেতুর কাজ এখনো শুরু করতে পারেনি কেন্দ্র । তিনি নিজে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রীকে আবেদন জানিয়েছেন এই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য তিনি সম্মতিও দিয়েছেন কিন্তু যেহেতু সেতুটি রাজ্যের তাই রাজ্যের কাছ থেকে NOC লাগবে । আর সেই NOC রাজ্য দিচ্ছে না বলেই অভিযোগ করেন তিনি ।।
Home রাজ্য দক্ষিণ বাংলা কৃষ্ণ কল্যাণীর দল পরিবর্তনে স্পিকারের না জানা প্রসঙ্গে মেদিনীপুরে দাঁড়িয়ে বক্তব্য বিজেপির...