নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ফসলের জমিতে মহিষ ঢুকে যাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। আহতরা হলেন বিশু মণ্ডল বয়স(৩৮) বছর ও তার স্ত্রী জয়ন্তী মন্ডল বয়স (৩০) বছর। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন বিশ্ব ঘোষ ছোটন ঘোষ সহ বেশ কয়েকজন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ সকালে বিশু মন্ডল তার জমিতে ফসল দেখতে যায়। সেই সময় হঠাৎই দেখতে পায় তার জমিতে এলাকারই কয়েকজন মহিষ ঢুকিয়ে ফসল নষ্ট করছে। তারই প্রতিবাদ করতে যাই বিশু মণ্ডল। এরপর তাকে বাঁশ লাঠি ও ধারালো অস্ত্র বেধড়ক মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে ছুটে আসে তার স্ত্রী তাকেও বেধড়ক মারধর করা হয় ও পরনের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বিশু মণ্ডল ও তার স্ত্রীকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই দম্পতি।
এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।