প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : গত ১২ ই জুন রাত্রি পৌনে বারোটা নগদ বাড়ি ফিরছিলেন ওই এলাকার বাসিন্দা শ্রুতি সিং। মোবাইলে কথা বলতে বলতে আসার সময় বামনগাছি এলাকায় একটি লাল কালো বাইকে চেপে দুইজন দুষ্কৃতী তার মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।এরপর কালবিলম্ব না করে মোবাইলের মালিক শ্রুতি সিং মালিপাঁচঘড়া থানাতে এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানার আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। ওই এলাকার আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেন। এছাড়াও পুলিশের নিজস্ব সোর্সদেরকেও সক্রিয় করে পুলিশ। এরপর ডিটেকটিভ ডিপার্টমেন্টের অপরাধীদের ডেটাবেস পর্যালোচনা করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুই জন অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয় মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা। এরপরই তাদের কাছে গোপন সূত্রে খবর আসে সুপ্রভাত প্রামাণিক ডোম জুড়ে একটি রিহ্যাবিলিটেশন কেন্দ্রে আত্মগোপন করে আছে। এরপরই ওই কেন্দ্রে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বাকিদের বিষয়ে তথ্য জানার জন্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ের দিনে যে বাইকটি ব্যবহার করা হয়েছিল সেটাও উদ্ধার করে মালিপাঁচঘড়া থানার পুলিশ। এছাড়াও ঘটনার দিন সে যে জামাকাপড় পরে ছিল তাও উদ্ধার করতে সক্ষম হয় তদন্তকারী আধিকারিকরা। ধৃত সুপ্রভাতকে জেরা করে বিশ্বনাথ দাস নামে আরেকজনের সন্ধান পায় তারা। তাকেও গতকাল গ্রেফতার করে মালিপাঁচঘড়া থানার পুলিশ। এছাড়াও ছিনতাই হওয়া মোবাইলটিও ধৃত বিশ্বনাথ দাসের বাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের আজকে হাওড়া কোর্টে বিচারপতির এজলাসে পেশ করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। আজকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জানান তারা অন্যান্য থানাগুলোকেও জানিয়েছেন এদের নামে পুরানো যদি কোনো কেস বাকি থেকে থাকে সেগুলোকে পাঠাতে। এই কেসের সঙ্গে সেগুলোকেও আদালতে পেশ করা হবে। পাশাপাশি তিনি আরো জানান ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য জামিন অযোগ্য ধারাতে মামলা করা হয়েছে। এদের ছাড়া আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা বলেই মালিপাঁচঘড়া থানা সূত্রে খবর।