রানাঘাটের সেঁজুতি, চর্চা লিপি এবং বীণাপাণি ক্লাবের পক্ষ থেকে কথায় ও কবিতায় আজ সন্ধ্যা ছটার সময় পালন করা হয় মাইকেল মধুসূদন দত্তের মহাপ্রয়াণ দিবস।

0
383

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাইকেল মধুসূদন দত্তের মহাপ্রয়াণ দিবসে রানাঘাটে তাকে স্মরণ করলো বিভিন্ন সংগঠন।আজ ২৯ জুন। ১৮৭৩ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাঙালির শ্রেষ্ঠ কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বলে গণ্য করা হয়। এছাড়াও তাঁকে আধুনিক বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিও বলা হয়ে থাকে।রানাঘাটের সেঁজুতি, চর্চা লিপি এবং বীণাপাণি ক্লাবের পক্ষ থেকে কথায় ও কবিতায় আজ সন্ধ্যা ছটার সময় পালন করা হয় মাইকেল মধুসূদন দত্তের মহাপ্রয়াণ দিবস।