কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকারের উদ্যোগে একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা।

0
209

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- একুশে জুলাই চলো।একুশে জুলাই উপলক্ষে কিভাবে কতজন কোথায় থেকে যাবা হবে এই চিন্তা ভাবনা রেখে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর চিলপাড়া অবস্থিত একটি বেসরকারি ভবনে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকারের উদ্যোগে একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় গ্রাম ও শহরের পদাধিকার ও কর্মি দের নিয়ে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলো একুশে শ্লোগানকে সামনে রেখে কর্মীসভা করলেন শহরের প্রাণকেন্দ্রে। কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ, শহর-সভাপতি সুজিত সরকার,পরিষ্কার পৌরপতি রাম নিবাস সাহা,উপপৌর ঈশ্বর রজক,জেলা পরিষদের সদস্যদের দধিমহোন দেবশর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার, ব্লক মহিলা নেত্রী চুমকি চৌধুরী, ব্লক সভাপতি নিতাই বৈশ্য,প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা। একুশে জুলাই দিনটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিন হিসেবেও তারা পালন করেন। একুশে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য থেকে জেলাস্তরে প্রতিটি নেতাকর্মীরা একত্রিত হয়ে এই দিনটিতে কলকাতায় তারা একসাথে পালন করেন।তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় নেতাদের বক্তব্য কথা উঠে আসে যে অনেক কর্মীরাই একুশের জুলাইয়ের উদ্দেশ্যে তো কলকাতায় যায় কিন্তু অনেকে কলকাতা দিঘা পুরি ঘুরে বেড়ায়। তারা না ঘুরে একুশে জুলাই দিন টি যেনো তারা একত্রিত হয়ে পালন করে। এবং সাংগঠনিক যেন আরো মজবুত করা যায় একত্রিত হয়ে।