সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বাংলার ফুটবলের মান উন্নয়ন এবং গ্রাম বাংলায় আইএফএফ ফুটবল ম্যাচ চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে আসেন আই এফ এর ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল।এদিন ক্যানিং পশ্চিমের ফুটবল পাগল বিধায়ক পরেশরাম দাস কে সাথে নিয়ে সমগ্র ক্যানিং ষ্টেডিয়ামের মান উন্নয়ণ খতিয়ে দেখেন আইএফএ এর দুই কর্তা।
উল্লেখ্য করোনার কারণে দু’বছর খেলাধুলা বন্ধ ছিল।আর আচমকা ক্যানিংয়ে আইএফএ এর দুই কর্তার ষ্টেডিয়াম পরিদর্শন ঘিরে ক্যানিংয়ের এই মাঠে বড় ম্যাচ আয়োজন হবে এমনই আশায় বুক বাঁধছেন সুন্দরবনবাসী।
বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন ‘আশা করি ক্যানিংয়ের এই মাঠে বড় ধরণের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে এবং সুন্দরবনের বুক থেকে উদীয়মান ফুটবল খেলোয়াড় উঠে আসবে।পাশাপাশি দেশের সম্মান উজ্জল করবে।