বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক নেওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট,ডেবরা থেকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি।

0
289

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিশ্ববিদ্যালয় কোন শিক্ষক নেওয়ার দরকার নেই, মুখ্যমন্ত্রী সব জায়গায় পড়াবেন তার মত জ্ঞানী আর কেউ নেই,আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার অত জ্ঞান নেই,শুধু আমার কেন মোদিরজিরো নেই, উনি ছবি আঁকলে কোটি টাকায় বিক্রি হয় কবিতা লিখলে পুরস্কার পান, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার
ডেবরাতে হুল দিবসে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জানা গিয়েছে বিজেপির ST মোর্চার উদ্যোগে হুল দিবস পালন করা হয়, সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন
ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস
সম্পাদক শুভাশিস ওম
বিধায়ক শীতল কপাট
ডেবরা বিজেপি মধ্য মণ্ডলের সভাপতি গোপাল রাও সহ অন্যান্য বিজেপির অন্যান্য নেতাকর্মী, পাশাপাশি নির্মল মাঝি প্রসঙ্গ নিয়ে তিনি বলেন নির্মল মাঝির অনেকগুলি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাই হয়তো উনি ভেবেছিলেন আবার চটি চেটে একটু পরিষ্কার করে দিই তাহলে হয়তো আবার পথগুলো ফিরে পাবো, তবে উনি যে মন্তব্য করেছিলেন ওনার পেটে মনে হচ্ছে কিছু পড়েছিল, পাশাপাশি জিহাদ প্রসঙ্গ নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়ে এই ভাষাটা প্রয়োগ করেছেন তাতে বিজেপির কর্মী সমর্থকরা আশঙ্কা প্রকাশ করছেন, কারণ ভোট পরবর্তী হিংসায় বহু মানুষ ঘর ছাড়া ছিলেন সেটা আমরা বারবার লক্ষ্য করেছি,তাই আমার মনে হয় কিছু মানুষকে উস্কে দেওয়ার লক্ষ্যেই এই মন্তব্য করেছেন তিনি, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে কটাকে করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।