শান্তিপুরে হুল দিবস উপলক্ষে বিদ্রোহী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝুমুরিয়া নৃত্যের সাথে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন।

0
392

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – হুল দিবস উপলক্ষে বিদ্রোহী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ার দিশারী ঝুমুরিয়া শাখার পক্ষ থেকে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই মহতী রক্তদান শিবিরে আদিবাসী সম্প্রদায়ের দিশারী ঝুমুরিয়া শাখার শিল্পীরা প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিশারী ঝুমুরিয়া শাখার স্কুল ইন চার্জ উৎপল মাহাতো জানান, ২০২২ হুল দিবসে আমরা নদীয়ার আদিবাসী সমাজ ব্রতী হলাম প্রত্যেক বছর এই দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করব। আমরা বিশ্বাস রাখি আগামী দিনে আমাদের সকলের প্রচেষ্টাতে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত অভাবে সমস্যার সমাধান হবে। আজ এই হুল দিবস উপলক্ষে শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ারায় এক উৎসবে চেহারা নেয়, এবং মেতে ওঠে ঝুমুরিয়া নৃত্যের সাথে।