হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

0
241

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো বৃহস্পতিবার ৩০শে জুন। দিনটি হুল দিবস হিসেবে পরিচিত। ইতিহাস অনুযায়ী ১৮৫৫ সালে ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলনে নেমেছিল ভারতমাতার ২ আদিবাসী বীরযোদ্ধা সিধু ও কানু। সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন অনেকেই।সেই দিনটিকে স্মরন করে প্রতি বছর ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশজুড়ে দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করেন আদিবাসীরা।
সিধু কানুর ছবিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই সঙ্গে তুলে ধরেন সিধু কানুর বীরত্বের কাহিনি।